গ্রামের বাড়ি

`
ছেলেবেলার এই গল্প শুনতে
ভালো লাগছে ভারি
এক সপ্তার ছুটি নিয়ে
যাবি গ্রামের বাড়ি?

বাঁশ বাগান আর মাটির ঘর
মাথায় খড়ের চাল
থাকব গিয়ে দুজন মিলে
দুজনের সকাল

ভোরের বেলা শিশির পায়ে
ভিজে মাটির গন্ধ
বাঁধ পেরিয়ে অজয় পারে
বাউল এর আনন্দ

সেথায় বসে সারা সকাল 
গান গাইবি কত
শুনব কোলে মাথা দিয়ে
ছোট্টবেলার মত

দুপুরবেলা ডোবার মাছ
শাক ভাত আলু-পোস্ত
তারপরেতে কম্বল গায়ে
গপ্পে গপ্পে ব্যস্ত

বিকেল বেলা বেড়াতে যাব
সেই তাঁতিদের পাড়া
কথা কয়ে দেখবি
অবাক প্রাণখোলা হয় ওরা

সন্ধে হলেই অবধারিত
লোড-শেডিং এর মশা 
তারই মধ্যে হেচক জেলে 
হবে মাংস কষা

হাসছিস তুই; সত্যি বলছি
যাব একদিন চলে
কতদিন হল ঘরে ফিরিনি
আমার গাঁয়ের কোলে |
`
White Plains, NY,
August, 2010

Beats


Central Park - NYC, NY,
September, 2010